শুক্রবার (৬ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে কনটেইনার থেকে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়।
বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোয় অক্সিজেনের সংকট মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে অক্সিজেন আমদানি করছে।
কনটেইনার থেকে খালাসের পর ট্যাংকলরিতে ১৫ থেকে ২০ টন করে অক্সিজেন সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আমদানিকারক প্রতিষ্ঠানের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন হাসপাতালে।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার গণমাধ্যমে বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনটি যমুনা নদীর পারে অনেক খোলামেলা জায়গা হওয়ায় সেখানে আমদানি করা অক্সিজেন খালাস করা হচ্ছে। এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল অক্সিজেন আমদানি করে এখানেই খালাস করা হবে।
আমদানিকারক প্রতিষ্ঠানটি এ নিয়ে পাঁচ দফায় রেলপথে ভারত থেকে মোট ৯৮২ টন তরল অক্সিজেন দেশে আনল। এর আগে গত ২৪, ২৮, ৩০ জুলাই ও ১ আগস্ট ২০০ টন করে মোট ৮০০ টন তরল অক্সিজেন ভারত থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে পৌঁছায়।