ভারত থেকে এল আরও ১৮২ টন তরল অক্সিজেন

ভারত থেকে এল আরও ১৮২ টন তরল অক্সিজেন
রেলপথে ভারত থেকে ১০টি কনটেইনারে আরও ১৮২ টন তরল অক্সিজেন দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়।

শুক্রবার (৬ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে কনটেইনার থেকে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়।

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোয় অক্সিজেনের সংকট মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে অক্সিজেন আমদানি করছে।

কনটেইনার থেকে খালাসের পর ট্যাংকলরিতে ১৫ থেকে ২০ টন করে অক্সিজেন সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আমদানিকারক প্রতিষ্ঠানের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন হাসপাতালে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার গণমাধ্যমে বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনটি যমুনা নদীর পারে অনেক খোলামেলা জায়গা হওয়ায় সেখানে আমদানি করা অক্সিজেন খালাস করা হচ্ছে। এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল অক্সিজেন আমদানি করে এখানেই খালাস করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠানটি এ নিয়ে পাঁচ দফায় রেলপথে ভারত থেকে মোট ৯৮২ টন তরল অক্সিজেন দেশে আনল। এর আগে গত ২৪, ২৮, ৩০ জুলাই ও ১ আগস্ট ২০০ টন করে মোট ৮০০ টন তরল অক্সিজেন ভারত থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে পৌঁছায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা