রোববার (৮ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, শপিংমল-দোকানপাট, গণপরিবহণসহ প্রায় সবই খুলে দেওয়া হয়েছে।
সরকারের কঠোর বিধিনিষেধ না থাকায় ১১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চের বিচারকার্যক্রম ভার্চুয়ালি খুলে দেওয়া হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট (বুধবার) হতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।