দুপুরের পর বৃষ্টির আভাস

দুপুরের পর বৃষ্টির আভাস
মেঘলা আকাশে দিন শুরু হলেও দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের উপকূলসহ একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকাল নয়টার দিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান। তিনি বলেন, ঢাকায় ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালে মেঘলা আকাশের সঙ্গে রোদ থাকতে পারে। দুপুরের পর সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশের দিনের এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরের রাজারহাট এলাকায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই একদিনে আবহাওয়ার পরিস্থিতিতে তেমন পরিবর্তন নেই। তবে পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো