সোমবার (৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের কার্যক্রম পরিচালনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য বিধি সঠিকভাবে মানতে হবে।