পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পারাপারে সময়ও বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সার্ভিস স্বাভাবিক রাখতে ইতোমধ্যে মাওয়া ঘাট থেকে চারটি ফেরি আনা হয়েছে। এ নৌপথে ছোট বড় মিলে এখন ১৮টি ফেরির মধ্যে ১৭ ফেরি সচল রয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আটকা পড়ছে সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে ট্রাক চালক ও সহযোগিরা কিছুটা ভোগান্তিতে পড়েছে।

এদিকে শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীর পানি ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন। তিনি বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে পদ্মার পানিও বেড়েছে। এ কারণে নদীতে স্রোতও বাড়ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট