বাংলাদেশ ব্যাংকের শীর্ষ দশ টেকসই ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ দশ টেকসই ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক
২০২০ সালে বাংলাদেশি ব্যাংকগুলোর কর্মক্ষমতার ভিত্তিতে শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের মধ্যে স্থান অর্জন করেছে বাংলাদেশে এসএমই ব্যাংকিং-এর অগ্রদূত ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগ একটি রেটিং-এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে শীর্ষ দশটি টেকসই ব্যাংক এবং শীর্ষ পাঁচটি এনবিএফআই (ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান)-এর তালিকা প্রকাশ করেছে।

এই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সাস্টেইনেবল রেটিং প্রকাশ করেছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘‘এটা সত্যিই গর্বের বিষয় যে আমরা দেশের শীর্ষ দশটি টেকসই ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছি। এই অর্জন সম্ভব হয়েছে আমাদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের সার্বক্ষণিক দিক-নির্দেশনা ও প্রতিষ্ঠানে টেকসই কর্মসূচী ব্যবস্থাপনায় সহযোগিতার কারণে।’’

‘‘ব্যাংকের জন্য টেকসই হওয়ার মূল চাবিকাঠি হল তার সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) কর্মসূচির বাইরেও কৌশলগতভাবে গ্রীণ এবং টেকসই অর্থায়নে অবদান রাখা। এর বাইরে, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে সময় মতো প্রতিবেদন দাখিল, পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা ব্যবস্থার কার্যকারিতার মাধ্যমে ঝুঁকি প্রশমন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশাবলীর যথাযথ বাস্তবায়ন করতে হবে।’’

ব্র্যাক ব্যাংকের একটি সুসংহত নীতি এবং শাসন কাঠামো রয়েছে যার মাধ্যমে ব্যাংকের সাস্টেইনেবল ফিন্যান্স ইউনিট টেকসই কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করে। বিশ্বের শীর্ষ রেটিং এজেন্সি দ্বারা বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পাওয়া ব্র্যাক ব্যাংক, তার সুশাসনের জন্য বেশ কয়েকবার স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘‘আমরা গ্রীণ ক্লাইমেট ফান্ড, ব্যাংকযোগ্য জলবায়ু অভিযোজন প্রকল্প, গ্রীণ বন্ড এবং এসডিজিতে ব্যাংকের অবদানে আমাদের পথ অনুসন্ধান এবং কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখব। ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ব্যবসায়িক মডেল আমাদের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে যা মাধ্যমে আমরা আচিরেই দেশের এক নম্বর টেকসই ব্যাংক হিসেবে পরিচিতি পাবো।’’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন