বাংলাদেশ ব্যাংকের শীর্ষ দশ টেকসই ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ দশ টেকসই ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক
২০২০ সালে বাংলাদেশি ব্যাংকগুলোর কর্মক্ষমতার ভিত্তিতে শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের মধ্যে স্থান অর্জন করেছে বাংলাদেশে এসএমই ব্যাংকিং-এর অগ্রদূত ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগ একটি রেটিং-এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে শীর্ষ দশটি টেকসই ব্যাংক এবং শীর্ষ পাঁচটি এনবিএফআই (ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান)-এর তালিকা প্রকাশ করেছে।

এই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সাস্টেইনেবল রেটিং প্রকাশ করেছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘‘এটা সত্যিই গর্বের বিষয় যে আমরা দেশের শীর্ষ দশটি টেকসই ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছি। এই অর্জন সম্ভব হয়েছে আমাদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের সার্বক্ষণিক দিক-নির্দেশনা ও প্রতিষ্ঠানে টেকসই কর্মসূচী ব্যবস্থাপনায় সহযোগিতার কারণে।’’

‘‘ব্যাংকের জন্য টেকসই হওয়ার মূল চাবিকাঠি হল তার সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) কর্মসূচির বাইরেও কৌশলগতভাবে গ্রীণ এবং টেকসই অর্থায়নে অবদান রাখা। এর বাইরে, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে সময় মতো প্রতিবেদন দাখিল, পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা ব্যবস্থার কার্যকারিতার মাধ্যমে ঝুঁকি প্রশমন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশাবলীর যথাযথ বাস্তবায়ন করতে হবে।’’

ব্র্যাক ব্যাংকের একটি সুসংহত নীতি এবং শাসন কাঠামো রয়েছে যার মাধ্যমে ব্যাংকের সাস্টেইনেবল ফিন্যান্স ইউনিট টেকসই কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করে। বিশ্বের শীর্ষ রেটিং এজেন্সি দ্বারা বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পাওয়া ব্র্যাক ব্যাংক, তার সুশাসনের জন্য বেশ কয়েকবার স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘‘আমরা গ্রীণ ক্লাইমেট ফান্ড, ব্যাংকযোগ্য জলবায়ু অভিযোজন প্রকল্প, গ্রীণ বন্ড এবং এসডিজিতে ব্যাংকের অবদানে আমাদের পথ অনুসন্ধান এবং কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখব। ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ব্যবসায়িক মডেল আমাদের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে যা মাধ্যমে আমরা আচিরেই দেশের এক নম্বর টেকসই ব্যাংক হিসেবে পরিচিতি পাবো।’’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি