তালেবানের দখলে আফগান প্রেসিডেন্ট প্রাসাদ

তালেবানের দখলে আফগান প্রেসিডেন্ট প্রাসাদ
আফগানিস্তানের কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেওয়ার দাবি করেছে তালেবান।

রোববার (১৫ আগস্ট) প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেন। কিন্তু তিনি কোথায় আছেন তা স্পষ্ট জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারির মতে, চুক্তির একটি অংশ ছিল যে গনি প্রাসাদের অভ্যন্তরে ক্ষমতা পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার পরিবর্তে তিনি ও তার জ্যেষ্ঠ সহযোগীরা দেশ ছেড়ে চলে যান।

এরপর তালেবানরা প্রাসাদের কর্মচারীদের চলে যেতে বলে এবং প্রাসাদটি তখন খালি ছিল।

প্রাসাদ দখলের খবর কোনো সরকারি কর্মকর্তার পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি ও রয়টার্সের।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আশরাফ গনি এখন তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। এর বেশি কিছু প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে বলা হয়নি।

তালেবান কর্তৃপক্ষ বলছে, আমরা প্রেসিডেন্টের বিদেশ গমনের বিষয়টি খতিয়ে দেখছি।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে নিয়েছে তালেবান। এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম উঠেছে।

এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কিনা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না