আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে: তালেবান মুখপাত্র

আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে: তালেবান মুখপাত্র
আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন।

সাক্ষাৎকারে মোহাম্মদ নায়েম বলেন, আফগানিস্তানের সব রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবান প্রস্তুত। আফগান রাজনৈতিক নেতাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তাও দেবে তালেবান।

মোহাম্মদ নায়েম আরও বলেন, তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

তালেবানের ওই মুখপাত্র জানান, কাউকে আক্রমণ করার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না তালেবান। তারা কারও ক্ষতি চায় না।

মোহাম্মদ নায়েম বলেন, তারা (তালেবান) মনে করে না যে বিদেশি শক্তি আফগানিস্তানে তাদের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করবে। আফগানিস্তানের শাসনপদ্ধতি ও সরকার গঠনের বিষয়টি খুব শিগগির স্পষ্ট হবে বলে জানান মোহাম্মদ নায়েম।

তালেবানের ওই মুখপাত্র বলেন, শরিয়া আইনের ভেতরে তাঁরা নারী ও সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একই কথা মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়ে পালানোকে অপ্রত্যাশিত বলে অভিহিত করেন মোহাম্মদ নায়েম। তিনি বলেন, গনির ঘনিষ্ঠজনেরাও এমনটি আশা করেননি।

আফগানিস্তানে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়েছে। গতকাল তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন আশরাফ গনি। দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী একটি সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া