উৎপাদিত এই ঔষধগুলো ফার্মেসিতে না দিয়ে সরকারের কাছে এবং করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হাসপাতালগুলোতে সরবরাহ করবে এই দুই প্রতিষ্ঠান।
এ বিষয়ে বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম বলেন, "এই ঔষধগুলো উৎপাদন করতে আমাদের মাত্র একমাস সময় লেগেছে। ব্যাপরটি আসলেই সন্তুষ্টিজনক।"
তিনি জানান, পর্যাপ্ত কাচামালের সরবরাহ এবং তথ্য উপাত্ত না থাকায় ঔষধ তৈরির এই প্রক্রিয়াটি সহজ ছিল না।
"প্রথম ধাপে বিকন ফার্মা ১০০ রোগীর জন্য এই ঔষধটি উৎপাদন করেছে এবং এই মাস থেকে উৎপাদন আরও বাড়াবে।"
আগামীকাল রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিকন ফার্মা এই ঔষধগুলো হস্তান্তর করবে বলে জানান তিনি।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালনা কর্মকর্তা রাব্বুর রেজা জানান, যেসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেসব হাসপাতালে সরাসরি তারা এই ঔষধ সরবরাহ করবেন।