আজারবাইজানের গুলিতে আর্মেনিয়ার দুই সেনা নিহত

আজারবাইজানের গুলিতে আর্মেনিয়ার দুই সেনা নিহত
গোলযোগপূর্ণ সীমান্তে আজারবাইজানের সেনাদের গুলিতে আর্মেনিয়ার দুই সেনা নিহত হয়েছে।

সোমবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজারবাইজানের সেনারা নাখিচেভান সীমান্তে আর্মেনীয় সেনাদের অবস্থানে গুলি চালালে এক সেনা নিহত হন। আজারবাইজানের সেনাদের ছোঁড়া গুলি আর্মেনিয়ার ওই সেনার পেটে লাগে এবং মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আর্মেনিয়ার ওই সেনা মারা যান।

আর্মেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত সন্ধ্যায় আজারবাইজানের সেনারা আবারও উস্কানিমূলক গুলি চালালে আর্মেনিয়ার এক সেনা নিহত হন।

আজারবাইজানের সেনাদের ক্ষয়ক্ষতির দাবি করা হলেও আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের কেউ হতাহত হননি।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আর্মেনিয়ার সেনারা আগে গুলি চালানো শুরু করে। পাল্টা জবাব দিলে তাতে আর্মেনিয়ার সেনা নিহত হন।

গোলযোগপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাত শুরু হয়। এতে দু'পক্ষের সেনাসহ অন্তত ছয় হাজার মানুষ নিহত হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও মাঝেমধ্যেই দু'দেশের সেনাদের ভেতরে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না