সংঘাত থেকে পালিয়ে আসা লোকজনকে আশ্রয় দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে পূর্ব আফ্রিকার এই দেশটির। বর্তমানে দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা প্রায় ১৪ লাখ শরণার্থী উগান্ডায় রয়েছে।
উগান্ডার ত্রাণ, দুর্যোগ প্রস্তুতি এবং শরণার্থীবিষয়ক জুনিয়র মন্ত্রী এস্থার আনিয়াকুন দাভিনিয়া রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনিকে অনুরোধ জানানো হয়। পরে তিনি ২ হাজার আফগান শরণার্থীকে উগান্ডায় আনার অনুমতি দিয়েছেন।
‘যুক্তরাষ্ট্রের সরকার আফগান শরণার্থীদের অন্যত্র পুনর্বাসনের আগে পর্যন্ত তারা তিন মাসের জন্য সাময়িকভাবে উগান্ডায় থাকবেন।’
তবে আফগান এই শরণার্থীরা কবে থেকে উগান্ডায় পৌঁছাতে শুরু করবেন সেটি এখনও পরিষ্কার নয়। উগান্ডা ছাড়াও মার্কিন অনুরোধে সাড়া দিয়ে আফগান শরণার্থীদের সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে আলবেনিয়া এবং কসোভো।
এর আগে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকেও আফগান শরণার্থীদের আশ্রয়ের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।