তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন। তিনি লিখেছেন, মোহাম্মদ ইদ্রিস ব্যাংকিং সমস্যা এবং জনগণের সমস্যার সমাধান করবেন।
মোহাম্মদ ইদ্রিস তালেবানের আর্থিক বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।
তালেবানের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মোহাম্মদ ইদ্রিস উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের বাসিন্দা। তালেবানের পুরনো নেতা মোল্লা আখতার মানসুরের সঙ্গে আর্থিক ইস্যুতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৬ সালে ড্রোন হামলায় নিহত হন মোল্লা আখতার।
এর আগে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম আবারও শুরু হবে।
তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব স্থগিত হয়ে যায়। একই কারণে বন্ধ হয়ে যায় ব্যাংকটি। সূত্র: আল জাজিরা।