কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিল তালেবান

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিল তালেবান
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। মোহাম্মদ ইদ্রিসকে দ্য আফগানিস্তান ব্যাংকের (ডিএবি) নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন। তিনি লিখেছেন, মোহাম্মদ ইদ্রিস ব্যাংকিং সমস্যা এবং জনগণের সমস্যার সমাধান করবেন।

মোহাম্মদ ইদ্রিস তালেবানের আর্থিক বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

তালেবানের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মোহাম্মদ ইদ্রিস উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের বাসিন্দা। তালেবানের পুরনো নেতা মোল্লা আখতার মানসুরের সঙ্গে আর্থিক ইস্যুতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৬ সালে ড্রোন হামলায় নিহত হন মোল্লা আখতার।

এর আগে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম আবারও শুরু হবে।

তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব স্থগিত হয়ে যায়। একই কারণে বন্ধ হয়ে যায় ব্যাংকটি। সূত্র: আল জাজিরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না