8194460 টিকা পেতে নিবন্ধন ৩ কোটি ৭৩ লাখ - OrthosSongbad Archive

টিকা পেতে নিবন্ধন ৩ কোটি ৭৩ লাখ

টিকা পেতে নিবন্ধন ৩ কোটি ৭৩ লাখ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে টিকা পেতে তিন কোটি ৭৩ লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। তবে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৪৯০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ হিসেব করলে এই মুহূর্তে ৬৬ লাখ ৪৯ হাজার ৫৯০ ডোজ টিকা মজুত আছে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিন মিলিয়ে মোট প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৬৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৬ লাখ ৩৯ হাজার ৭৯৩ জন।

সর্বশেষ, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ হাজার ১২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯৪১ ডোজ। পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৫ হাজার ৭১১ ডোজ।

এছাড়া এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৮৮ ডোজ সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৮ হাজার ৪৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৪৯ জন।

আর মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩১ লাখ ৩১ হাজার ৭৫০ ডোজ। এর মধ্যে শনিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ১৪১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৪ হাজার ৮৮২ জনকে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫৮২ জন টিকা পেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ৭১৮ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন নিবন্ধন করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা