করোনার নমুনা পরীক্ষা ৮৯ লাখ ছাড়ালো

করোনার নমুনা পরীক্ষা ৮৯ লাখ ছাড়ালো
করোনাভাইরাস শনাক্তে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ৮৯ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৩৮৩টি নমুনা সংগ্রহ ও ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ লাখ ২৪৮টি।

মোট পরীক্ষিত নমুনার মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ৬৫ লাখ ৭১ হাজার ৪০৭টি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২২ লাখ ৯৭ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার শুরু হয়। শুরুর দিকে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) একটি মাত্র আরটিপিসিআর ল্যাবরেটরি দিয়ে নমুনা পরীক্ষার কাজ করা হয়।

পরে সরকারি ও বেসরকারি পর্যায়ে সারাদেশে মোট ৭৮৯টি ল্যাবরেটরি স্থাপিত হয়। এর মধ্যে ১৩৬টি আরটিপিসিআর, ৫৪টি জিন এক্সপার্ট ও ৫৯৯টি র্যাপিড এন্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু