চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) জানিয়েছে, নতুন রোগীদের সবাই বহিরাগত অথবা বহিরাগতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
এদিন নতুন করে ৩০ জন উপসর্গহীন রোগী শনাক্তের কথাও জানিয়েছে দেশটি। এধরনের রোগীদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও কোনো ধরনের উপসর্গ থাকে না। গত ১ এপ্রিল থেকে এমন রোগীর তথ্যপ্রকাশ শুরু করেছে চীন। এখন পর্যন্ত দেশটিতে উপসর্গহীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ জন।
এনএইচসি’র হিসাবে, চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন ৮১ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।