রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (৩১ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন ও পাবনার একজন রয়েছেন। এদের মধ্যে নাটোরের একজন ও পাবনার একজন করোনায় এবং রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন উপসর্গে মারা যান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন, সন্দেহভাজন ৫৫ জন ও করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছে ২৪ জন। মোট ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৫৩ জন।

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪১টি নমুনা পরীক্ষায় ২২ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২১টি নমুনা পরীক্ষায় আটজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৩ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট