করোনাভাইরাসে জামালপুর জেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাসে জামালপুর জেলা লকডাউন ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণবিজ্ঞপ্তি দিয়ে জামালপুরকে অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এখন থেকে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো যানবাহন জামালপুরে প্রবেশ এবং বের হতে পারবে না বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়া কোন যানবাহন জামালপুরে প্রবেশ ও বের হতে পারবে না।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট।

‘অন্যান্য সব দোকান, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান, গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

তবে ওষুধের দোকান ও চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলে জনসাধারণকে হুঁশিয়ার করাও হয়েছে এ গণবিজ্ঞপ্তিতে।

এ জেলাতেও করোনাভাইরাস আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি লকড ডাউন ঘোষণা করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা