লটারির বিজয়ীর নাম ঘোষণা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গত জানুয়ারি থেকে প্রতি মাসে ১০১ জন ভ্যাটদাতাকে এ ধরনের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
প্রথম বিজয়ী এক লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী ৫০ হাজার টাকা ও তৃতীয় বিজয়ী পাঁচজন পাবেন ২৫ হাজার টাকা করে। বাকি ৯৪ জনের পুরস্কারের পরিমাণ ১০ হাজার টাকা করে। ইএফডি মেশিনের মাধ্যমে বেচাকেনা উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ লটারির আয়োজন করেছে।
বিজয়ীদের চলতি মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। এরপর কুপন নম্বর মিলিয়ে দেখাসহ যাবতীয় যাচাই–বাছাই করা হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, সই, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে), চালান নম্বর ও ইস্যুর তারিখ থাকতে হবে।
প্রথম তিনটি পুরস্কার এনবিআর থেকে দেওয়া হবে। বাকি পুরস্কারগুলো বিজয়ীরা যে দপ্তরে আবেদন করবেন, সেই দপ্তর থেকে পুরস্কার দেওয়া হবে।