সূত্র মতে, কোম্পানিটির এজিএমে ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। এছাড়া কোম্পানির পরিচালকদের নির্বাচিত করা, নিরীক্ষকদের ২০২১-২২ অর্থবছরের রেমুনেরেশন নির্ধারণ করা হবে।
এছাড়া বিশেষ ব্যবসার বিষয়গুলো অনুমোদন করা হবে এজিএমে। ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের মধ্যে চুক্তি এবং কোম্পানিটির আইকোনিক টাওয়ারে জমি কেনার বিষয়টি অনুমোদন করা হবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি ”ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের” পরিবর্তে ”ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিলসি” নাম পরিবর্তন করতে চায়। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এজেএমে উত্থাপন করা হবে।