প্রথম দেশ হিসেবে দুই বছর বয়সী শিশুদের টিকা দিচ্ছে কিউবা

প্রথম দেশ হিসেবে দুই বছর বয়সী শিশুদের টিকা দিচ্ছে কিউবা
বিশ্বের প্রথম দেশ হিসেবে দুই বছর বয়সী শিশুদের করোনার টিকা দিচ্ছে কিউবা। স্থানীয় সময় সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে নিজেদের দেশে তৈরি ওই টিকা দেয়া শুরু করে তারা।

তবে কিউবার এ টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো অনুমোদন দেয়নি বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

সমাজতান্ত্রিক এ দ্বীপরাষ্ট্রে ১ কোটি ১২ লাখ মানুষের বাস। সেখানে করোনার কারণে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। কিউবার সরকার চায়, বিদ্যালয় খুলে দেয়ার আগেই দেশের সব শিশুকে টিকার আওতায় নিয়ে আসতে।

করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে দেশটিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অন্তবর্তী এ সময়ে টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কিউবার অধিকাংশ এলাকায়ই ইন্টারনেট সুবিধা নেই।

এর আগে গত শুক্রবার ১২ বছর ও এর বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া শুরু করে কিউবা। সোমবার থেকে দেশটির মধ্যঞ্চলীয় প্রদেশ সিনফিগসে ২ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিশ্বের আরও কয়েকটি দেশ ১২ বছরের বেশি শিশুদের করোনা টিকার আওতায় আনছে। চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভ্যানিজুয়েলা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, কম বয়সী শিশুদের টিকা দেয়ার পরিকল্পনা তাদের রয়েছে। কিন্তু কিউবাই প্রথম দেশ যারা কম বয়সী শিশুদের টিকা দেয়া ইতোমধ্যে শুরু করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না