ঋণের বিপরীতে ১ শতাংশ প্রভিশনিং চায় বিএমবিএ

ঋণের বিপরীতে ১ শতাংশ প্রভিশনিং চায় বিএমবিএ
দেশের পুঁজিবাজারকে গতিশীল করতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য হলো- একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশের নাম প্রতিষ্ঠিত করা। এর জন্য সব পক্ষের প্রয়োজনীয় সহযোগিতা দরকার। এরই অংশ হিসেবে পুঁজিবাজারে দেওয়া ঋণে ১ শতাংশ প্রভিশনিং চায় বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে দেওয়া এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে। বিএমবিএ সভাপতি মো. ছাইদুর রহমান ও সাধারণ সম্পাদক রিয়াদ মতিন সই করা চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির এক সার্কুলারে বলা হয়েছে, ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশনিং সংরক্ষণ করতে হবে। তবে এটি মার্চেন্ট ব্যাংকের জন্য হবে ২ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়ন করা কঠিন বলে মনে করে বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন