গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে দেওয়া এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে। বিএমবিএ সভাপতি মো. ছাইদুর রহমান ও সাধারণ সম্পাদক রিয়াদ মতিন সই করা চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির এক সার্কুলারে বলা হয়েছে, ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশনিং সংরক্ষণ করতে হবে। তবে এটি মার্চেন্ট ব্যাংকের জন্য হবে ২ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়ন করা কঠিন বলে মনে করে বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।