মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু
ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়ায় করোনার রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা দিকে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। মারা যাওয়া ব্যক্তিরা রোগী কি না সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

আগুন লাগার পর তেতোভা শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত হাসপাতাল থেকে কালো ধোঁয়া নির্গত হওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিনির্বাপণ কর্মীরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ১০ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপেক আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, দিনটি আমাদের জন্য খুবই খারাপ। আহতদের দ্রুতই হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাদের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে 'মারাত্মক দুর্ঘটনা' আখ্যা দিলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আগুন লাগার সময় হাসপাতালে কতোজন রোগী ছিলেন সে সংখ্যাও জানা যায়নি।

২০ লাখ মানুষের দেশ উত্তর মেসিডোনিয়ায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ।

সূত্র : বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া