মিসর থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ভাড়া আনায় সরকারে ক্ষতি হয়েছে ১১শ কোটি টাকা।
এর সঙ্গে জড়িত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের তলব করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে প্রথম দিনে দায় নিলেন না বৈঠকে তলব করা বিমানের দুজন কর্মকর্তা।
গতকাল (বুধবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে হাজির হয়ে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
বৈঠকে উপস্থিত সংসদীয় কমিটির একজন সদস্য বলেছেন, মিসর থেকে উড়োজাহাজ ভাড়া নেওয়ার সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকেই কমিটি ডেকেছে। বৈঠকে বিমানের দুজন হাজির হয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অনিয়মের বিষয়ে তদন্ত করেছে সংসদীয় কমিটি। সেই আলোকে বিমানের ওই কর্মকর্তাদের তলব করা হয়েছে। প্রথম দিনে দুজনকে ডাকা হয়েছিল।