আগের কর্মস্থলে থাকছেন পদোন্নতি পাওয়া ২৫ অতিরিক্ত সচিব

আগের কর্মস্থলে থাকছেন পদোন্নতি পাওয়া ২৫ অতিরিক্ত সচিব
সম্প্রতি পদোন্নতি পাওয়া ৯২ অতিরিক্ত সচিবের মধ্যে আগের কর্মস্থলে পদায়ন করা হয়েছে ২৫ কর্মকর্তাকে।

বুধবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অতিরিক্ত সচিব) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের (২৫ কর্মকর্তা) পদোন্নতির অব্যবহিত পূর্বের কর্মস্থলে (ইনসিটু) প্রেষণে নিয়োগ/পদায়ন করা হলো।

এর আগে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ৮৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া পদোন্নতি পান বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও ৩ কর্মকর্তা। সবমিলিয়ে ৯২ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০৮ জনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্মসচিব পদমর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এর মধ্যে ৯২ জনকে পদোন্নতি দেওয়া হলেও দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হন।

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার। এ পদোন্নতির পরও দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা