এসডো, “বিল্ডিং জিরো ওয়েস্ট কমিউনিটিজ ফর এ পলিউশন-ফ্রি এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধি কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে তিন কম্পার্টমেন্ট বিশিষ্ট এ ভ্যান বিতরণ করা হয়েছে। এই প্রজেক্টটি মডেল জিরো ওয়েস্ট কমিউনিটি গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে।
ভ্যানটির কম্পার্টমেন্টগুলোকে লাল, নীল এবং সবুজ রংয়ে বিভক্ত করা হয়েছে। সবুজ কম্পার্টমেন্টটি জৈব বর্জ্যের জন্য, নীল কম্পার্টমেন্টটি গ্লাস, কাঠ, পুনর্ব্যবহারযোগ্য, প্লাষ্টিক বর্জ্যের জন্য এবং লাল কম্পার্টমেন্টটি ক্ষতিকর এবং অপুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে। বর্জ্যের পরিমাণ কমাতে এবং পরিবেশকে উন্নত করতে ভ্যানগুলোকে এমনভাবে তৈরী করা হয়েছে যেন পরিচ্ছন্নতাকর্মীরা একই রঙের বিন থেকে বর্জ্যের ধরণ অনুযায়ী বর্জ্য সংগ্রহ করে তা পৃথক করতে পারে। এই উদ্যোগটি পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্যের উৎস থেকে সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে সহায়তা করবে।