ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় ৬ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে যায় বিজয় এক্সপ্রেস নামে একটি ট্রেনের।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের ব্রেক চাপার সময় ৩ নম্বর বগির ব্রেক শো খুলে ঝুলে যাওয়ায় রেল লাইনের আইবোল্ট উঠে যায়। এ ঘটনায় রেললাইনের দুপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ৬ ঘণ্টা বন্ধ থাকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের যান চলাচল। আটকা পড়ে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।

গৌরীপুর বেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইঞ্জিন বিকল হওয়ার সংবাদ পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকল ট্রেনটি ঠিক করা হলে ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়। ভোররাত ৪ টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়। ট্রেনটি সোহাগী রেলস্টেশনে গিয়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। দুর্ভোগে পড়েন কয়েকশ যাত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু