এবিষয়ে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী লো বুন চায়ে বলেন, ‘ন্যানোফিল্মের মতো প্রযুক্তি কোম্পানি এখন পুরোপুরি পুঁজিবাজারে এসেছে। এ রকম আরও কোম্পানি আমরা আনতে চাই।’
সিঙ্গাপুরের সরকার ঘোষণা করেছে যে প্রাথমিক, মাধ্যমিক বা দ্বৈত–পাবলিক তালিকাগুলোর মাধ্যমে কোম্পানিগুলোর পুঁজি বাড়াতে সাহায্য করার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা টেমাসেকের সঙ্গে একটি নতুন তহবিলে বিনিয়োগ করবে তারা।
তহবিল শুরু হবে ১৫০ কোটি সিঙ্গাপুর ডলার বা ১১০ কোটি মার্কিন ডলার দিয়ে। এ ছাড়া আরও যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তা হলো সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়ন বোর্ডের বিনিয়োগ শাখা পরবর্তী পর্যায়ের কোম্পানিগুলোতে বিনিয়োগের জন্য একটি নতুন তহবিল প্রতিষ্ঠা করবে। সেটি ৫০ কোটি সিঙ্গাপুর ডলার দিয়ে শুরু হবে।
আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিগুলোকে তালিকাভুক্তির খরচের জন্য অনুদান দেবে। এক্সচেঞ্জ অপারেটর কোম্পানিগুলোকে পাবলিক তালিকাভুক্তির আগে নিজস্ব তহবিল সংগ্রহ করতেও সাহায্য করবে।