শেয়ারবাজারকে চাঙা করতে চায় সিঙ্গাপুর সরকার

শেয়ারবাজারকে চাঙা করতে চায় সিঙ্গাপুর সরকার
শেয়ারবাজারকে চাঙা করতে নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় স্টক মার্কেটে ‘উচ্চ প্রবৃদ্ধির প্রতিশ্রুতিশীল’ কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে প্রলুব্ধ করার জন্য একটি ধারাবাহিক উদ্যোগ ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এবিষয়ে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী লো বুন চায়ে বলেন, ‘ন্যানোফিল্মের মতো প্রযুক্তি কোম্পানি এখন পুরোপুরি পুঁজিবাজারে এসেছে। এ রকম আরও কোম্পানি আমরা আনতে চাই।’

সিঙ্গাপুরের সরকার ঘোষণা করেছে যে প্রাথমিক, মাধ্যমিক বা দ্বৈত–পাবলিক তালিকাগুলোর মাধ্যমে কোম্পানিগুলোর পুঁজি বাড়াতে সাহায্য করার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা টেমাসেকের সঙ্গে একটি নতুন তহবিলে বিনিয়োগ করবে তারা।

তহবিল শুরু হবে ১৫০ কোটি সিঙ্গাপুর ডলার বা ১১০ কোটি মার্কিন ডলার দিয়ে। এ ছাড়া আরও যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তা হলো সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়ন বোর্ডের বিনিয়োগ শাখা পরবর্তী পর্যায়ের কোম্পানিগুলোতে বিনিয়োগের জন্য একটি নতুন তহবিল প্রতিষ্ঠা করবে। সেটি ৫০ কোটি সিঙ্গাপুর ডলার দিয়ে শুরু হবে।

আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিগুলোকে তালিকাভুক্তির খরচের জন্য অনুদান দেবে। এক্সচেঞ্জ অপারেটর কোম্পানিগুলোকে পাবলিক তালিকাভুক্তির আগে নিজস্ব তহবিল সংগ্রহ করতেও সাহায্য করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না