জানা গেছে, ভারতে এই ব্যাটল রয়্যাল গেম লঞ্চ করার কয়েক মাসের মধ্যেই এটি প্রায় ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে। ভারতে এটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়া লাভ করেছে। এত কম সময়ে এত বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া এক ইতিহাস সৃষ্টি করেছে।
ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ডেভেলপার ক্র্যাফটন এই গেমে স্বচ্ছতা বজায় রাখার জন্য কড়া নজরদারি শুরু করেছে। হ্যাকারদের হাত থেকে এই গেমটিকে সুরক্ষিত রাখতে তারা শুরু করেছে অ্যান্টি-চিটিং ক্র্যাকডাউন। অগাস্টের শেষে কোম্পানির পক্ষ থেকে প্রথম অ্যান্টি-চিটিং রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে ঘোষণা করা হয় লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে। ক্র্যাফটন প্রতিনিয়ত এর ওপরে নজর রেখে চলেছে।