বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা রূপালী ব্যাংকের সব শাখা ও উপশাখায় আয়কর, পাসপোর্ট ফি, ভ্যাট ও সরকারি অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ চুক্তির ফলে রূপালী ব্যাংকের যে কোন শাখা থেকে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি সহজেই পরিশোধ করা যাবে। এ সময় রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জিএম খান ইকবাল হোসেন, ডিজিএম মো. মইনুদ্দিন মাসুদ ও মো. শাহজাহান শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা