ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৫৯ জনের কাছ থেকে ১ হাজার ৪২৪ পিস ইয়াবা, ৪৭৩ গ্রাম ৯৮ পুরিয়া হেরোইন, ৫০ কেজি ৯৭৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৫০ বোতল এস্কাফ ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।