ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মাদ হাসান কুসিয়ান মুকাদ্দামকে উধ্বৃত করে এ তথ্য দিয়েছে পার্সটুডে। তিনি বলছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসব টিকা আমদানি করা হয়েছে। চীন থেকে টিকা আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোন কোম্পানির টিকা দেওয়া হচ্ছে তা বিবেচনায় না নেওয়ার আহ্বানও জানান তিনি। হাসান কুসিয়ান মুকাদ্দাম বলেন, ইরানে যেসব টিকা দেওয়া হচ্ছে তার সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদপ্রাপ্ত।
এদিকে, বিশ্বের অন্যান্য আরও অনেক দেশের মতো ইরানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। রোববার সর্বশেষ তথ্যে ২৮৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৯২ জন।
ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রায় ছয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি।