শুক্রবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন জানিছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ এপ্রিল প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় মহামারি করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিটিএমএর সদস্য মিলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এ সময়ে কোনো মিল বেতন/মজুরি প্রদানের জন্য মিল খোলা রাখার প্রয়োজন হলে সেজন্য বিটিএমএসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে জানাতে হবে।