শুক্রবার ৪২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, নতুন শনাক্ত ৪৬ রোগীর মধ্যে ৪২ জনই বহিরাগত। তবে, গত ২৪ ঘণ্টায় উপসর্গবিহীন রোগীর সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার দেশটিতে ৪৭ জন উপসর্গবিহীন রোগী থাকলেও শনিবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪ জনে।
গত ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। শুরু থেকেই ব্যাপক নিষেধাজ্ঞা-কড়াকড়ি আরোপের মাধ্যমে মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছিল চীনারা। কিন্তু গত কয়েকদিনে বহিরাগত, বিশেষ করে রাশিয়া সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশ দিয়ে প্রবেশকারীদের মাধ্যমে চীনে দ্বিতীয় দফায় মহামারি শুরু হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
শনিবার হেইলংজিয়াং স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা সবাই রাশিয়ারফেরত চীনা নাগরিক।