দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল আজ

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল আজ
ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপে ভোটের তফসিল দিতে ২৯ সেপ্টেম্বর (বুধবার) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় কমিশন সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে ইসি সচিব মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপির পরবর্তী ধাপের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, বুধবারের কমিশন সভা শেষে ইউপি দ্বিতীয় ধাপের ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপনির্বাচন, জাতীয় সংসদের শূন্য হওয়া (মহিলা-৪৫) আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, “বিষয়টি কমিশন সভার এজেন্ডার মধ্যে রয়েছে।”

দেশে মোট ৪ হাজার ৪৮৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আরও ৪ হাজার ১০০টিরও বেশি ইউপিতে ভোটের আয়োজন করতে হবে ইসিকে। দ্বিতীয় ধাপে প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা