আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানিরা এখন ভারতের (এশিয়ারও) দ্বিতীয় ধনীতম পরিবার। তবে শীর্ষ স্থানটি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানীরই দখলে। আম্বানিদের দৈনিক আয় ১৬৩ কোটি টাকা। এক বছরে সম্পত্তি ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার কোটি টাকা।
ভারতে বর্তমানে সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকায় গৌমমের দুবাইবাসী ভাই বিনোদ শান্তিলাল আদানিও যুক্ত হয়েছেন। তার সম্পত্তি ২১২ শতাংশ বেড়ে হয়েছে এক লাখ ৩১ হাজার ৬০০ কোটি টাকা। তিনি ১২ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। এইচসিএলের শিব নারদ আছেন তিন নম্বরে।