দ্য ন্যাশনাল বিজনেস ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
মঙ্গলবার বোস্টনে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় এ আশা প্রকাশ করেন টিম। তিনি বলেন, আমরা চাইলে এখনই আগের অবস্থানে ফিরে যেতে পারব না। যদি কোনো অঘটন না ঘটে তবে ২০২২-২৩ অর্থবছরে আমরা আমাদের মুনাফায় ফিরতে পারব।
টিম বলেন, মহামারি শুরু হওয়ার আগে আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছিলাম। এখন পরিকল্পনা অনুযায়ী আমাদের নেটওয়ার্ককে আগের অবস্থানে ফিরিয়ে নিতে কাজ করছি। আমাদের বহরগুলোকে প্রতিস্থাপন, পুনর্নবীকরণ এবং সম্প্রসারণ করে পুরনো নেটওয়ার্কে ফিরিয়ে আনছি।