রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের শুরুতে এমন নির্দেশনা দেন।
প্রধানমনন্ত্রী বলেন, বর্তমানে আমরা দেখছি, অনেকে সরকারি নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছেন। এর ফলে সে স্থানে এটি ছড়িয়ে পড়ছে, মানুষ এর মাধ্যমে আক্রান্ত হচ্ছেন। এটি আপাতত বন্ধ রাখতে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া বন্ধ রাখতে হবে।
তিনি বলেন, সংকটময় সময়টি নিজের বাড়িতে থেকে পরিবারের সঙ্গে সময় দেন। প্রয়োজনে নিজের বাড়িতে একটি মরিচ গাছ হলেও রোপণ করুন।
শেখ হাসিনা বলেন, চলমান পরিস্থিতিতে কেউ শ্বশুরবাড়ি বা আত্মীয়ের বাড়িতে যাওয়া আপাতত বন্ধ রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর যেতে পারবেন। বর্তমানে স্থানান্তর হওয়া যাবে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
যেউ যাতে এক স্থান থেকে অন্য স্থানে না যেতে পারে, সে বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।