হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রোগীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এমন চিত্র মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ দুই জায়গায়ই। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এ বিষয়ে রুশ করোনা সংকট প্রতিক্রিয়া কেন্দ্র বলছে, রোগীদের দ্রুত সেবা দিতে সব ব্যবস্থা করছে হাসপাতাল। মস্কোর মেয়র সের্গেই সোবায়নিন বলছেন মস্কোর পরিস্থিতি এখনো চূড়ান্ত অবস্থায় যায়নি। আগামী সপ্তাহে থেকে লকডাউন ব্যবস্থা আরো জোরদার করতে ডিজিটাল ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৪ জন মানুষ। শনিবারেও নতুন করে ১২ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। প্রথমদিকে রাশিয়ার পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো থাকলেও মার্চের শেষ সপ্তাহ থেকে দিন দিন বাড়তে শুরু করেছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা।