চিঠি অনুসারে, বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়, নিট লাভ (নন-লাইফ বীমাকারীর), একচ্যুয়ারিয়াল সারপ্লাস (লাইফ বীমাকারী), আয়কর, ভ্যাট ও স্ট্যাম্প ডিউটি’র তথ্য চেয়েছেন অর্থমন্ত্রী। বীমা কোম্পানিগুলোর ২০০৬, ২০০৮ ও ২০২০ সালের এই তথ্য পাঠাতে হবে।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত তথ্যাদি পিডিএফ আকারে এবং এক্সএল কপি mahmud6930@yahoo.com এবং ikhtiar.h.khan@gmail.com এই ই-মেইলে ১২ অক্টোবর ২০২১ বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে।