সূত্র মতে, সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫১ পয়সা, যা আগের বছর একই সময়ে ৭ টাকা ২৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯০ টাকা ৯৯ পয়সা।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচিত প্রান্তিকে পণ্য বিক্রি ও অন্যান্য খাতে আয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা ও ইপিএস বেড়েছে। অন্যদিকে এই সময়ে প্রচুর কাঁচামাল কেনার কারণে ক্যাশ ফ্লো কিছুটা কমেছে।