গ্রিসে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গ্রিসে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এক মাসেরও কম সময়ের ব্যবধানে গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির ক্রিট দ্বীপে স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে। আর ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এবং দমকল কর্মীরা ক্ষতির জন্য পূর্ব ক্রিট এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর গ্রিসের ক্রিট দ্বীপে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় একটি ভবনের নিচে চাপা পড়ে একজন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। এরপর আজ আবার একই জায়গায় আগের চেয়েও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না