এ বছরও হচ্ছে না আয়কর মেলা

এ বছরও হচ্ছে না আয়কর মেলা
করোনার কারণে গত বছরের ন্যায় এবারো আয়কর মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের সুবিধার্থে সব কর অঞ্চলে নভেম্বর মাসজুড়ে আয়কর মেলার সুবিধা দেয়া হবে।

করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে স্ব স্ব করাঞ্চলে রিটার্ন জমা দিতে হবে। সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনবিআর।

কর অঞ্চলগুলোতে করদাতাদের সেবা নিশ্চিত করতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের নেতৃত্বে ১১ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠনের কথাও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এর আগে ২০২০ সালেও করোনা সংক্রমণের কারণে মেলা আয়োজন থেকে বিরত ছিল এনবিআর।

সাধারণত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকা, বিভাগ, জেলা, উপজেলাসহ দেশজুড়ে কর মেলার আয়োজন করা হয়ে থাকে। ২০১০ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে এনবিআর। সর্বশেষ ২০১৯ সালের কর মেলায় ৬ লাখ ৫৫ হাজার করদাতা বার্ষিক রিটার্ন জমা দেন। ওই বছর ২৫ লাখের মতো রিটার্ন জমা পড়েছিল।

টিআইএন থাকলেই গত বছর থেকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। জরিমানা এড়াতে ৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের রিটার্ন দাখিল করতে হবে। করযোগ্য আয় থাকলে সব শ্রেণির মানুষকেই আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হয়। অবশ্য যাদের অল্প আয় তাদের জন্য গত বছর থেকে এক পৃষ্ঠার ফরম চালু করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি