করোনায় ৫ টাকার ওষুধ ১০০ টাকা

করোনায় ৫ টাকার ওষুধ ১০০ টাকা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ওষধের দাম বেশি রাখায় একজন ওষুধ ব্যবসায়ীকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুলতান মেডিক্যাল হল নামে ওষুধ দোকানের বিরূদ্ধে মূল্য বৃদ্ধি ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানায়, সন্ধা সাতটায় একজন লোক রাস্তায় ঘুরাঘুরি করতে থাকলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে চলাচলের কারণ জানতে চান। পরে তিনি ওষুধ ক্রয় এবং মূল্য বৃদ্ধির কথা জানান। এরপর তাকে নিয়েই ওই দোকানে অভিযান চালানো হয় ও ঘটনার সত্যতার প্রমাণ মেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, একটি ব্যাথানাশক (টাফেন্ডা) ওষুধ, যার মূল্য পাঁচ টাকা; কিন্তু বিক্রেতা তা একশ' টাকা রেখেছে। এছাড়াও প্রেসক্রিপশন ছাড়া এমন ওষুধ বিক্রির দায়ে সুলতান মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা