রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুলতান মেডিক্যাল হল নামে ওষুধ দোকানের বিরূদ্ধে মূল্য বৃদ্ধি ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানায়, সন্ধা সাতটায় একজন লোক রাস্তায় ঘুরাঘুরি করতে থাকলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে চলাচলের কারণ জানতে চান। পরে তিনি ওষুধ ক্রয় এবং মূল্য বৃদ্ধির কথা জানান। এরপর তাকে নিয়েই ওই দোকানে অভিযান চালানো হয় ও ঘটনার সত্যতার প্রমাণ মেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, একটি ব্যাথানাশক (টাফেন্ডা) ওষুধ, যার মূল্য পাঁচ টাকা; কিন্তু বিক্রেতা তা একশ' টাকা রেখেছে। এছাড়াও প্রেসক্রিপশন ছাড়া এমন ওষুধ বিক্রির দায়ে সুলতান মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়।