সেরা এজেন্টদের পুরস্কার দিল ব্র্যাক ব্যাংক

সেরা এজেন্টদের পুরস্কার দিল ব্র্যাক ব্যাংক
ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও নেটওয়ার্ক সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মত এজেন্ট ব্যাংকিং পুরস্কার দিয়েছে ব্র্যাক ব্যাংক।

দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে একজন করে এজেন্টকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন: ঢাকা বিভাগের বোয়ালমারী এজেন্ট ব্যাংকিং আউটলেটের শ্যামল কুমার বর্নিক, চট্টগ্রাম বিভাগের বাড়ইয়েরহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো: আশরাফ উদ্দীন, রাজশাহী বিভাগের পাঁচবিবি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো: রাসেল মন্ডল, রংপুর বিভাগের ভোজনপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো: আলমগীর কবির, খুলনা বিভাগের গাংনী এজেন্ট ব্যাংকিং আউটলেটের মিলন আহমেদ, বরিশাল বিভাগের বাউফল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো: উজ্জ্বল হোসেন, সিলেট বিভাগের মাধবপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিশ্বজিৎ কুমার দাস এবং ময়মনসিংহ বিভাগের ভালুকা এজেন্ট ব্যাংকিং আউটলেটের শামসুন নাহান।

সেরা এসএমই ব্যাংকিং বান্ধব আউটলেট, সেরা রিটেইল ব্যাংকিং বান্ধব আউটলেট, সেরা উইমেন ব্যাংকিং ‘তারা’ বান্ধব আউটলেট, সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খোলা, সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ, সবচেয়ে বেশি রেমিটেন্স এবং কর্পোরেট বিল কালেকশনের জন্যও পুরস্কার দেয়া হয়।

বেস্ট এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেসনশিপ ম্যানেজমেন্ট, বেস্ট সার্পোটিং ব্রাঞ্চ, বেস্ট সার্পোটিং এসএমই ইউনিট অফিস, বেস্ট কন্ট্রিবিউটিং কর্পোরেট রিলেসনশিপ ম্যানেজার এবং বেস্ট কন্ট্রিবিউটিং রিটেইল রিলেসনশিপ ম্যানেজার শ্রেনিতেও পুরস্কার দেয়া হয়।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিওও মো: সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টও এন্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম, হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো: নাজমুল হাসান এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সম্মাননা পুরস্কার সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, “আমাদের বিজনেস মডেলকে টেকসই রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। তাই আমাদের এজেন্ট পার্টনারদেরকে সুশাসন ও স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে অবহিত করি। প্রচলিত ব্যাংকিংয়ের নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সম্মানিত গ্রাহকদের উৎকর্ষ সেবা প্রদানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেই কেবল আমরা এজেন্ট ব্যাংকিংয়ে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি অর্জন করতে পারবো। প্রথমবারের মত এই পুরস্কারের উদ্যোগের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে, সম্মানিত এজেন্ট পার্টনারদের সাথে পারস্পরিক সম্পর্ক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রাহকদের উন্নত সেবা প্রদানে আমারা এজেন্ট পার্টনারদের সাথে একসাথে কাজ করে যাবো।”

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন