ট্রাফিক বিভাগের উত্তর জোনের ব্যারাক লকডাউনের পাশপাশি ওই কনস্টেবলের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রোববার রাত পৌনে ১২ টায় এ বিষয়ে নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ওই ট্রাফিক কনস্টেবলের বয়স ৫৫ বছর। তিনি দামপাড়া পুলিশলাইন্সের ট্রাফিক ব্যারাকে থাকতেন। সেটি লকডাউন করা হয়েছে। পাশপাশি সেখানে থাকা ২০০ কনস্টেবলকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই কনস্টেবল অসুস্থ হয়ে গত পাঁচদিন যাবত দামপাড়ার পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা সংক্রমণ পজিটিভ এসেছে। তাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক আরও জানান, পুলিশ হাসপাতালে ওই কনস্টেবলকে চিকিৎসা দেওয়া তিনজন চিকিৎসক, তিনজন নার্স ও সাতজন চিকিৎসা সহকারীসহ ২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।