ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৫
ভারতের তামিলনাড়ুর একটি আতশবাজির দোকানে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) কাল্লাকুরিচি জেলার শঙ্করাপুরম শহরে এ ঘটনা ঘটে। খবর পেয়েই শঙ্করাপুরম এবং কাল্লাকুরিচির দমকলের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণ এতটাই প্রচণ্ড ছিল যে এর শব্দ বহুদূর পর্যন্ত শোনা গিয়েছিল এবং পুরো শহরে আলোড়ন সৃষ্টি হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হঠাৎ বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে নিহতরা দোকানের মালিক ও কর্মচারী। দিওয়ালিকে সামনে রেখে দোকানে আতশবাজি মজুদ করা হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা ঘটনার বিষয়ে অবহিত করে বলেন, বিস্ফোরণে আহতদের কল্লাকুড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন। বিস্ফোরণে নিহতদের পরিবারকে তাদের স্বজনদের প্রত্যেকের জন্য পাঁচ লাখ রুপি এবং চিকিৎসাধীন আহতদের জন্য এক লাখ রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না