রোববার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ ২০ দেশের সম্মেলন জি-২০ চলছে ইতালির রোমে। সম্মেলনে ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তকে 'গেম চেঞ্জার' হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো পৃথিবীর ৮০ শতাংশ অর্থনীতির অধিকারী। তারা বৈশ্বিক ন্যূনতম করের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করেছেন।
বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারগুলোর মধ্যে কয়েক দশকের কর প্রতিযোগিতার অবসান ঘটানো এই নিয়মের লক্ষ্য। একইসঙ্গে কম করের এখতিয়ারে অফিস স্থাপন করে কর এড়ানোর কৌশলও আর খাটাতে পারবে না বৈশ্বিক কোম্পানিগুলো।