উত্থানের বাজারে লেনদেনে হতাশা

উত্থানের বাজারে লেনদেনে হতাশা
সপ্তাহের পাঁচ কর্মদিবসের চারদিনই পতন হলেও শেষদিন (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও সপ্তাহের শেষ কর্মদিবসে বিনিয়োগকারীদের হতাশা কাটেনি লেনদেনের কারণে।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে (ডিএসই) টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।

টানা চার দিন পতনের পর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ বৃহস্পতিবার আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।

এর আগের চার দিনের পতনে ‘ডিএসই এক্স’ ১৯৪ পয়েন্ট হারিয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি পতন হয় রোববার (৩১ অক্টোবর)। সেদিন সূচকটি হারিয়েছিল ৬২ পয়েন্ট। গতকাল (বুধবার) হারিয়েছিল ৫৬ পয়েন্ট।

বৃহস্পতিবার প্রধান সূচক ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও বেড়েছে। শরীয়াহ ভিত্তিক কোম্পাগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ বেড়েছে আগের দিনের তুলনায় ১ পয়েন্ট। আর বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ বেড়েছে ১৫ পয়েন্ট।

আজ সূচকের উত্থানে বড় অবদান রেখেছে বেক্সিমকো ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এই দুই কোম্পানির কারণে সূচকে যোগ হয়েছে ৯ পয়েন্টের বেশি। এছাড়াও লাফার্জ হোলসিম, এনআরবিসি ব্যাংক, গ্রামীনফোন এবং বেক্সিমকো ফার্মার কারণে বেড়েছে আরও ৫ পয়েন্ট।

সব সূচকের উত্থান হলেও ডিএসইতে আজ গতকালের চেয়ে লেনদেন কমেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজারে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই ডিএসইতে লেনদেনের হতাশা ছিল। রোববার ১ হাজার ৬৩৭ কোটি টাকার লেনদেন হয় দেশের প্রধান শেয়ারবাজারে। পরের দিন সোমবার লেনদেন কমে যায় ৩৬১ কোটি টাকা। পরের দুইদিন (মঙ্গল ও বুধবার) যথাক্রমে ১ হাজার ২৯৫ কোটি ও ১ হাজার ১৫৪ কোটি টাকার লেনদেন হয়।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারদর বেড়েছে। কমেছে ১৯৫টির। বাকি ৪৯টি কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।

[caption id="attachment_89505" align="alignleft" width="534"] বৃহস্পতিবার ডিএসইর টপটেন গেইনার তালিকার পাঁচ কোম্পানি[/caption]

দরবৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কে শেয়ারদর এদিন যতটুকু বাড়া সম্ভব ততটুকুই বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর এদিন সর্বোচ্চ ৯ দশমিক ২৮ শতাংশ বাড়ায় ডিএসইর টপটেন গেইনার তালিকায় প্রথম স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও আজ এনআরবিসি ব্যাংকের শেয়ারদর ৭ দশমিক ৩৫ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৬ দশমিক ১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫ দশমিক ৬২ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫ দশমিক ২১ শতাংশ বেড়েছে।

বেশিরভাগ কোম্পানির দরপতনের দিন সর্বোচ্চ শেয়ারদর কমেছে কাশেম ইন্ডাস্ট্রিজের। প্রতিষ্ঠানটির শেয়ারদর আজ ৬ দশমিক ৮৩ শতাংশ কমেছে। বৃহস্পতিবার দরপতনের শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও প্রাইম টেক্সটাইলের শেয়ারদর ৬ দশমিক ৭৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬ দশমিক ২৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত