আমাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বিক্রি

আমাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বিক্রি
সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস পরিবেশ পুনরুদ্ধারে ২০০ কোটি ডলার খরচ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই তাঁর ই–কমার্স প্রতিষ্ঠান আমাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি। অবশ্য এতে বেজোসের সম্পদের খুব বেশি পরিবর্তন হয়নি।

মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী, বেজোসের সম্পদের পরিমাণ বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত ১৯ হাজার ৯৪০ কোটি ডলার ছিল। বর্তমানে শীর্ষ ধনী ইলন মাস্কের চেয়ে তাঁর প্রায় ১১ হাজার ৮০০ কোটি ডলার কম সম্পদ রয়েছে।

চলতি বছর আমাজনের প্রায় ৮৮০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন বেজোস। ১৯৯৮ সালে শেয়ার মার্কেটে যাওয়ার পর থেকে বেজোস ২ হাজার ৯০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। ১৯৯৭ সালে কোম্পানিতে আমাজনের অংশ ছিল ৪২ শতাংশ, এখন তা কমে ১০ শতাংশের নিচে হয়েছে।

জুলাইতে আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সরে গেলেও এখনো কোম্পানির চেয়ারম্যান বেজোস। তবে বেজোসের মনোযোগ চলে গেছে বেশি তাঁর রকেট কোম্পানি ব্লু অরিজিনের দিকে। চলতি বছরে মহাকাশ ভ্রমণও করে এসেছেন তিনি। গ্লাসগোর সম্মেলনে সে কথাও তুলে ধরেন বেজোস। তিনি বলেন, তিনি যখন মহাকাশে ভ্রমণ করেছিলেন তখন তিনি প্রকৃতির ভঙ্গুরতা উপলব্ধি করেছিলেন। বেজোসের আর্থ ফান্ড সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ১০ বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না