৪০টি দেশের ৬৭টি সদস্য নিয়ে গড়া জিএবিভি’র উদ্যোগে প্রতি বছর বিশ্বব্যাপী ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ পালিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে টেকসই ও আরও অর্ন্তভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে এ বছর ৩ নভেম্বর, ২০২১ অষ্টমবারের মত এ দিবস পালন করা হয়।
এ বছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে – ‘ক্লুজ দ্যা লুপ উইদ ব্যাংকিং অন ভ্যালুস’। মূল্যবোধ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরিতে এর বার্তা আরও কার্যকরভাবে প্রসার করতে জিএবিভি এ বছর তিনটি ধারণা নিয়ে এসেছে যথা - সহায়ক জলবায়ু, ফেয়ার ইকোনমি এবং বৈচিত্র্য ও অর্ন্তভুক্তিমূলক সমাজ।
বাংলাদেশে ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উদযাপনের অংশ হিসেবে শনিবার (৬ নভেম্বর) পাঁচশতাধিক কর্মকর্তার অংশগ্রহণে একটি ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিওও মো: সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন আলোচনায় অংশ নেন। ভ্যালু বেইজড ব্যাংকিংয়ের গুরুত্ব, এর মূলমন্ত্র ও বাংলাদেশের ব্যাংকিং খাতে এর প্রাসঙ্গিকতার মত বিষয়গুলো আলোচনায় উঠে আছে।
ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “বাংলাদেশে থেকে জিএবিভি’র একমাত্র সদস্য হিসেবে এ মূল্যবোধ ভিত্কিক ব্যাংকিং উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। আমরা মনে করি, ব্যাংকিং অন ভ্যালুস দিবস পালনের মাধ্যমে আমরা এই টেকসই ধারার ব্যাংকিংকে বাংলাদেশে আরও ছড়িয়ে দিতে পারি এবং ভবিষ্যতের জন্য টেকসই ব্যাংকিংয়ের বীজ বপন করতে পারি।”
তিনি আরও বলেন, “দায়িত্বশীল অথার্য়নের মাধ্যমে আমরা পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও পৃথিবীকে আরও সবুজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। টেকসই অথার্য়নের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা সবুজ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের কার্বন নির্গমন হ্রাসে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি, উন্নয়নের ক্ষেত্রে সমৃদ্ধি ও পৃথিবীকে একসাথে রাখতে হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য আমরা মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ের নীতি অনুসরণ করে একে সামনে এগিয়ে নেব।”
গ্লাসগোতে জাতিসংঘের কনফারেন্স উপলক্ষে জিএবিভি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের আর্থিক খাতকে আরও দ্রুত উদ্যোগ গ্রহণ, আরও সামনে এগিয়ে যাওয়া ও সুসঙ্গত উদ্যোগ গ্রহণে তাগিদ দিয়েছে।