ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তনকে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ

ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তনকে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ
বিশ্বব্যাপী উদযাপিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (জিএবিভি) এর ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উপলক্ষে মূল্যবোধভিত্তিক ব্যাংকিয়ের মাধ্যমে ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তনে ব্র্যাক ব্যাংক দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

৪০টি দেশের ৬৭টি সদস্য নিয়ে গড়া জিএবিভি’র উদ্যোগে প্রতি বছর বিশ্বব্যাপী ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ পালিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে টেকসই ও আরও অর্ন্তভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে এ বছর ৩ নভেম্বর, ২০২১ অষ্টমবারের মত এ দিবস পালন করা হয়।

এ বছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে – ‘ক্লুজ দ্যা লুপ উইদ ব্যাংকিং অন ভ্যালুস’। মূল্যবোধ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরিতে এর বার্তা আরও কার্যকরভাবে প্রসার করতে জিএবিভি এ বছর তিনটি ধারণা নিয়ে এসেছে যথা - সহায়ক জলবায়ু, ফেয়ার ইকোনমি এবং বৈচিত্র্য ও অর্ন্তভুক্তিমূলক সমাজ।

বাংলাদেশে ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উদযাপনের অংশ হিসেবে শনিবার (৬ নভেম্বর) পাঁচশতাধিক কর্মকর্তার অংশগ্রহণে একটি ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিওও মো: সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন আলোচনায় অংশ নেন। ভ্যালু বেইজড ব্যাংকিংয়ের গুরুত্ব, এর মূলমন্ত্র ও বাংলাদেশের ব্যাংকিং খাতে এর প্রাসঙ্গিকতার মত বিষয়গুলো আলোচনায় উঠে আছে।

ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “বাংলাদেশে থেকে জিএবিভি’র একমাত্র সদস্য হিসেবে এ মূল্যবোধ ভিত্কিক ব্যাংকিং উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। আমরা মনে করি, ব্যাংকিং অন ভ্যালুস দিবস পালনের মাধ্যমে আমরা এই টেকসই ধারার ব্যাংকিংকে বাংলাদেশে আরও ছড়িয়ে দিতে পারি এবং ভবিষ্যতের জন্য টেকসই ব্যাংকিংয়ের বীজ বপন করতে পারি।”

তিনি আরও বলেন, “দায়িত্বশীল অথার্য়নের মাধ্যমে আমরা পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও পৃথিবীকে আরও সবুজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। টেকসই অথার্য়নের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা সবুজ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের কার্বন নির্গমন হ্রাসে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি, উন্নয়নের ক্ষেত্রে সমৃদ্ধি ও পৃথিবীকে একসাথে রাখতে হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য আমরা মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ের নীতি অনুসরণ করে একে সামনে এগিয়ে নেব।”

গ্লাসগোতে জাতিসংঘের কনফারেন্স উপলক্ষে জিএবিভি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের আর্থিক খাতকে আরও দ্রুত উদ্যোগ গ্রহণ, আরও সামনে এগিয়ে যাওয়া ও সুসঙ্গত উদ্যোগ গ্রহণে তাগিদ দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি